Top

অভ্যন্তরীণ সহিংসতার আশঙ্কা: সতর্ক যুক্তরাষ্ট্রের প্রশাসন

২৮ জানুয়ারি, ২০২১ ১০:৫৯ পূর্বাহ্ণ
অভ্যন্তরীণ সহিংসতার আশঙ্কা: সতর্ক যুক্তরাষ্ট্রের প্রশাসন

সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সহিংসতার আশঙ্কায় যুক্তরাষ্ট্রজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

গতবছরের ৩ নভেম্বরের নির্বাচন ঘিরে এই সহিংসতার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগ। তারা মনে করছে, দেশের মধ্যে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ধারণা, গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে যে সহিংসতার ঘটনা ঘটেছে, তা ট্রাম্পের অন্য সমর্থকদের আরও উৎসাহ দিতে পারে। আবার হয়তো কোনও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াতে পারে তারা।

গত ৬ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের ক্যাপিটল ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশনে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বীকৃতি দেওয়ার কাজ চলা অবস্থায় হামলা চালায় ট্রাম্প বাহিনী।

বিক্ষোভ ঠেকাতে ফাঁকা গুলি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে অবরুদ্ধ করা হয় ভবন। এ ঘটনায় নিহত হন পাঁচজজন। এরই মধ্যে প্রায় ৪০০ জনকে শনাক্ত এবং ১৩৫ জনকে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি বলছে, জো বাইডেনের ক্ষমতা গ্রহণের পর এখন একটি ‘উচ্চতর হুমকি’ রয়েছে। আদর্শগতভাবে কিছু চরমপন্থী যেকোনও সময় সহিংসতার ঘটনা ঘটাতে পারে।

সরকারের পক্ষ থেকে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

শেয়ার