Top
সর্বশেষ

নীলফামারীতে জকির নেতৃত্বে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২ অক্টোবর, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ
নীলফামারীতে জকির নেতৃত্বে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৬৯ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় দলীয় কার্যালয় থেকে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক লীগ নেতা দেওয়ান মুজিবুদ্দৌলা জকির নেতৃত্বে একটি র‌্যালি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক লীগ নেতা দেওয়ান মুজিবুদ্দৌলা জকি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশীদ মন্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, শ্রমিক লীগ নেতা আবু তালেব, শ্রমিক লীগ নেতা আফজাল হোসেন, জেলা ছাত্রলীগের
যুগ্ন-সাধারণ সম্পাদক নাজমুল সরদার, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ সাধারণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার