জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৬৯ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় দলীয় কার্যালয় থেকে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক লীগ নেতা দেওয়ান মুজিবুদ্দৌলা জকির নেতৃত্বে একটি র্যালি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক লীগ নেতা দেওয়ান মুজিবুদ্দৌলা জকি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশীদ মন্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, শ্রমিক লীগ নেতা আবু তালেব, শ্রমিক লীগ নেতা আফজাল হোসেন, জেলা ছাত্রলীগের
যুগ্ন-সাধারণ সম্পাদক নাজমুল সরদার, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ সাধারণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।