Top
সর্বশেষ

রংপুর জেলা পরিষদ নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের টাকা বিতরণের অভিযোগ

১২ অক্টোবর, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ
রংপুর জেলা পরিষদ নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের টাকা বিতরণের অভিযোগ
রংপুর প্রতিনিধি :

রংপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ালীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুর (মোটরসাইকেল) বিরুদ্ধে ইউপি সদস্যদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগ প্রার্থী ইলিয়াস আহমেদ (আনারস) নির্বাচনী আচারণ বিধি লংঘনের অভিযোগ এনে মোছাদ্দেক হোসেন বাবলুর প্রার্থীতা বাতিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রির্টানিং কর্মকতার কাছে লিখিত আবেদন দিয়েছেন।

রংপুর জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এ নির্বাচনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু অংশ নিলে দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে গত ২৫ সেপ্টেম্বও তাকে দল থেকে বহিস্কার করা হয়।

মঙ্গলবার রাতে মোসাদ্দেক হোসেন বাবলু লাহিড়ীরহাটে একটি অফিসে ইউপি সদস্যদের ১৫ থেকে ২০ হাজার টাকা দিয়েছেন মর্মে সদ্যপুস্করনী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাহবুবা খাতুন ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলামের এমন একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মোছাদ্দেক বাবলুর দেয়া খাম তারা ফেরত দেবে বলে অডিও ক্লিপে শোনা যায়। এদিকে বুধবার দুপুরে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ইলিয়াস আহমেদ
নির্বাচনী আচারণ বিধি লংঘনের অভিযোগ এনে মোছাদ্দেক হোসেন বাবলুর প্রার্থীতা বাতিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রির্টানিং কর্মকতা জেলা প্রশাসক আসিব আহসানের কাছে লিখিত আবেদন দিয়েছেন। ওই আবেদনে জানানো হয়, প্রতিদ্বন্ধিসঢ়;দ্ব প্রার্থী মোছাদ্দেক হোসেন ভোটার প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা দিয়ে নির্বাচন ফলাফল তার পক্ষে নেয়ার চেষ্টা করছে।

ইলিয়াস আহমেদ বলেন, আমি ছাত্র রাজনীতি, যুব রাজনীতি, মুক্তিযুদ্ধ করে এখন জেলা আওয়ামী লীগের রাজনীতি করছি। রাজনীতি করা মানুষের কাছে বর্তমানে
রাজনীতি নেই। রাজনীতি চলে গেছে টাকাওয়ালাদের কাছে।

তাই জনপ্রিয়তা না থাকা স্বত্তেও টাকা দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট কিনে নির্বাচনে জয়লাভের চেষ্টা করছে। টাকার বিনিময়ে যদি আমাকে হারিয়ে দেয়া হয়, তবে এ হার রংপুরবাসীর হবে। আমি রির্টানিং কর্মকর্তার কারছে নির্বাচনী আচারণ বিধি লংঘণের অভিযোগসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছি।

এব্যাপারে আওয়ালীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু জানান, আমি কাউকে কোন টাকা দেই নাই। নির্বাচনে আমি বিজয় লাভ করবো এই দেখে আওয়ামীলীগের প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। তারা আচরণ বিধি লংঘন করছে। আমাকে গালি দিচ্ছে। আমি কাউকে কোন টাকা দেই নাই। আমি ১ হাজার ২ শত মুক্তিযোদ্ধার সন্তানকে বিনা পয়সায় চাকুরী দিয়েছি। কেউ বলতে পারবে না আমি কারো কাছে এক কাপ চা খেয়েছি। আর কাউকে টাকা দেওয়ার কোন প্রশ্নই আসে না বলে জানান তিনি।

শেয়ার