‘প্রতিদিন একটি ডিম’পুষ্টিময় সারাদিন’ এই স্লোগানে শেরপুরে ২৫ তম বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নকলা উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ট্রেনিং অফিসার ডা. রেজওয়ানুল হক ভূইয়া, শেরপুর প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত সহ অন্যান্য কর্মকর্তা ও জেলার গণমাধ্যমকর্মীরা।
এ সময় বক্তারা পরিবারের সদস্যের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সুস্থ থাকার জন্য প্রতিদিন এক থেকে দুটি ডিম খাওয়ার পরামর্শ দেন।