Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

অটোপাশের দাবীতে কুড়িগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

২৮ জানুয়ারি, ২০২১ ২:১৯ অপরাহ্ণ
অটোপাশের দাবীতে কুড়িগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি :

পরীক্ষা ছাড়াই সেমিস্টারের তাত্ত্বিক বিষয়গুলোতে অটোপাশসহ চারদফা দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহষ্পতিবার (২৮ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে শীক্ষার্থীরা এ মানববন্ধন করেন।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাহফুজার রহমান, আশিকুর রহমান ও নওশিন তাবাস্সুম।

বক্তারা বলেন, করোনার কারণে ক্লাশ না হওয়ায় তাদের এক বছর সেশন জট দেখা দিয়েছে। তার উপর নীতিমালা অনুযায়ী কমপক্ষে দুই মাস তাত্ত্বিক ক্লাশ ছাড়াই পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। তাই শুধু তাত্ত্বিক বিষয়ে অটোপাশের দাবীতে ধারাবাহিকভাবে আন্দোলন করছে তারা। দাবী মানা না হলে আন্দোলন চলবে বলে জানান তারা।

শেয়ার