Top
সর্বশেষ

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে দেওয়ান বিপ্লবের বিকল্প নেই

১৫ অক্টোবর, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ
নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে দেওয়ান বিপ্লবের বিকল্প নেই
শিমুল খান :

আসন্ন নীলফামারী জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠে মড়িয়া হয়ে উঠেছেন প্রার্থীরা। যে যার মত করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রার্থী নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে জেলা জুড়ে।

তবে সদস্য পদে নীলফামারী সদর ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে এক জনের নাম বেশি শোনা যাচ্ছে। এদের একজন হলেন মিষ্ঠিভাষী, সদালাপী, সদা হাস্যজ্জল ও সকলের প্রিয় তরুণ ব্যক্তিত্ব সাবেক সফল প্যানেল চোয়ারম্যান দেওয়ান বিপ্লব আহমেদ। হাতি মার্কা নিয়ে ভোট করছেন তিনি।

শেষ মুহুর্তে জনপ্রতিনিধি ভোটারদের আকৃষ্ট করতে এ প্রার্থী চালাচ্ছেন নানা রকম প্রচারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।

ভোটারদের সাথে কথা বলে জানা গেছে,সাধারণ নির্বাচনের মতো জেলা পরিষদের ভোট নয়। এখানে ভোটাররা সকলেই জনপ্রতিনিধি। সে কারণে গতানুগাতিক নির্বাচন থেকে এটি একটি আলাদা নির্বাচন। প্রার্থীদের সম্পর্কে চুলচেরা বিশ্লেষন করছেন তারা। সেক্ষেত্রে কার মাধ্যমে এলাকার বেশী উন্নয়ন হবে এবং কে সরকারের উচ্চ দপ্তর থেকে এলাকার জন্য বেশি বরাদ্দ আনতে পারবেন সেটির উপর গুরুত্ব দিচ্ছেন ভোটাররা।

এছাড়াও বিপদ-আপদে যাকে পাবেন এবং যার মাধ্যমে বিপদ থেকে উদ্ধার পাবার পথ সুগম হবে তার কথাই ভাবছেন জনপ্রতিনিধিরা। বিগত সময়ে কোন প্রার্থী এলাকার জন্য কি আবদান রেখেছেন এবং উন্নয়নের নামে সরকারি বরাদ্দের কি হাল করেছেন তাও বিবেচনায় রাখছেন তারা। সে ক্ষেত্রে দেওয়ান বিপ্লব আহমেদের বিকল্প নেই বলে মনে করেন জনপ্রতিনিধিরা।

সেজন্য এলাকার উন্নয়নে তিনি বাড়তি আবদান রাখতে পারবেন। তাছাড়া জেলায় সকল রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সাথে সু সম্পর্ক রয়েছে তার। তারা সবাই নিজেরাই স্বউদ্যোগে তার জন্য ভোট করছেন।

এলাকার পাশাপাশি রাজধানী ঢাকাতেও তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে এলাকার মানুষের কাজে এগিয়ে এসেছেন দেওয়ান বিপ্লব। অনেকের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আগামীতেও এধারা অব্যাহত রাখবেন। সে জন্য ভোটের মাঠে ব্যাপক সাড়া পাচ্ছেন। আশা করছেন বিপুল ভোটের ব্যবধানে ভোটাররা তাকে জয়ী করবেন।

শেয়ার