রংপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে ৮টি ভোট কেন্দ্রের জন্য ইভিএম মেশিন সহ নির্বাচনী সামগ্রী ভোট সেন্টারগুলো পৌঁছে দেওয়া হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক আসিব আহসানের কাছ থেকে রোববার দুপুরে নির্বাচনী সামগ্রী গ্রহণ করেন।
এ সময় জেলা নির্বাচন অফিসার ফরহাদ হোসেন সহ অন্যান্য নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কঠোর পুলিশী পাহারায় নির্বাচনী সামগ্রী ভোট কেন্দ্রোগুলোতে নিয়ে যাওয়া হয়।
রংপুর জেলা প্রশাসক ও রিটানিং অফিসার আসিফ আহসান জানান, জেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ইতিমধ্যে রিটানিং অফিসারসহ নির্বাচন কর্মকাণ্ডে সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
তিনি জানান, আইন শৃংখলা বাহিনী পর্যাপ্ত সংখ্যক সদস্য প্রতিটি ভোট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দ্দেশনা অনুযায়ী প্রতিটি ভোট কেন্দ্রে সিসি টিভি বসানো হয়েছে। নির্বাচন কমিশন যাতে ঢাকা থেকে সরাসরি সিসি টিভির মাধ্যমে নির্বাচনী কার্যক্রম প্রত্যক্ষ করতে পারেন সে পদক্ষেপ নেয়া হয়েছে।
নির্বাচনে কোন প্রার্থী বা ভোটার মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেননা। নির্বাচনে কোন অনিয়ম পাওয়া গেলে সাথে সাথে ভোট বন্ধ করে দেয়া হবে বলে কঠোর হুশিয়ারী দেন তিনি।
রংপুর জেলা পরিষদ নির্বাচনে ৮ উপজেলায় একটি করে ৮টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে।
মোট ভোটার হচ্ছে ১ হাজার ৯৫জন। এবার রংপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আহাম্মেদ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে বহিস্কৃত বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া সাধারণ সদস্যের ৮টি পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা ৩টি পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।