আমাদের মানবিক হাত প্রশস্ত হলেই চিকিৎসা পাবে নাট্যকর্মী এস.এ.রাসেল। সে এখন জাতীয় যক্ষ্মা ও বক্ষব্যাধি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কিশোর বয়েসেই নাটক পাড়ায় পা রাখে এক প্রাণ চঞ্চল কিশোর এস.এ.রাসেল।সেই সময় থেকেই বোহেমিয়ান যাপিত জীবন তার। তিনি নাট্যশ্রমীর প্রতিষ্ঠাকালীন সদস্য।
মঞ্চ মাতানো প্রতিভাবান, বিনয়ী, রসিক এবং সজ্জন নাট্যকর্মী এস.এ রাসেল সরকার যক্ষ্মা ও ফুসফুসের জটিল রোগে আক্রান্ত। প্রাথমিক পর্যায়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে প্রথম অস্ত্রোপচার হয়,পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে জাতীয় যক্ষ্মা ও বক্ষব্যাধি হাসপাতালে ফুসফুসের দ্বিতীয় অস্ত্রোপচার হয়েছে।
বর্তমানে তার অবস্থা খুবই আশঙ্কাজনক। এ মুহূর্তে তার চিকিৎসা ও পথ্যের জন্য অনেক অর্থের প্রয়োজন,যা পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।বাবা গত হয়েছেন অনেক আগেই।মা শয্যাশায়ী। পাশে থাকার মতো কেউ নেই।বাবার ভিটেমাটিই তাদের একমাত্র সম্বল।
সমাজের বিত্তবানদের মানবিক হাত প্রশস্থ হলেই প্রাণ চঞ্চল নাট্যকর্মী এস.এ.রাসেল ফিরে আসতে পারে শয্যাশায়ী মায়ের শিয়রে,ফিরে আসতে পারে এক প্রাণ চঞ্চল কর্মময় জীবনে। ভালবাসা, হৃদ্যতা আর সহমর্মিতার মানবিক হাত বাড়ালেই সুস্থ,সুন্দর জীবন নিয়েই নাট্যগৃহে ফিরবে নাট্যকর্মী রাসেল।নয়তোবা হাসপাতালের বিছানায় শুয়ে জানালার ফাঁকে এক চিলতে আকাশ দেখতে দেখতে পাখির মতো উড়ে যাবে শেষ ঠিকানায়।
রাসেল শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কামার পট্টির বাসিন্দা।
মানবিক সাহায্য পাঠাতে
বিকাশ নম্বরঃ০১৯১১৩১৫৬৩৪,
নগদ নম্বরঃ০১৬১১৩১৫৬৩২,
রকেট নম্বরঃ০১৯১১৩১৫৬৩২৯,