Top
সর্বশেষ

জেলা পরিষদের সদস্য হলেন খানসামার নিপুণ শাহ

১৭ অক্টোবর, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ
জেলা পরিষদের সদস্য হলেন খানসামার নিপুণ শাহ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে (০৩ নং ওয়ার্ড) খানসামা উপজেলা থেকে সদস্য নির্বাচিত হয়েছেন প্রয়াত উপজেলা চেয়ারম্যান আকবর আলী শাহয়ের নাতি অধ্যক্ষ শাহরিয়ার জামান নিপুণ শাহ।

তিনি বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৫১ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান তালা প্রতীকে পেয়েছেন ২৭ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এই নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে ৮১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন শেষে ডিমলা উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য অনুয়ায়ী এ ফলাফল ঘোষনা দেওয়া হয়।

জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় শাহরিয়ার জামান নিপুন শাহ, সকল ভোটার ও জনগনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

শেয়ার