Top

চিলমারীতে ব্রহ্মপুত্রে মাছ ধরায় দুই জেলের জরিমানা

১৯ অক্টোবর, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ
চিলমারীতে ব্রহ্মপুত্রে মাছ ধরায় দুই জেলের জরিমানা
চিলমারী (কৃড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় দুই জন জেলকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও বিধিমালা ১৯৮৫ অনুযায়ী জন প্রতি এক হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ মাহবুবুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা করেন।

সূত্র বলছে, গতকাল দিন ব্যাপি মৎস্য দফতর ও নৌ থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে মো হযরত আলী ও মো মজিদুল ইসলাম নামে দুই জেলেকে ৩হাজার মিটার জাল সহ গ্রেপ্তার করেন। পরে তাদের নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে এসে জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান বলেন, আমাদের অভিযান চলমান রয়েছে।

শেয়ার