Top

শ্রদ্ধা ও ভালোবাসায় খুবি উপাচার্যের অশ্রুসিক্ত বিদায়

২৮ জানুয়ারি, ২০২১ ৬:৪৮ অপরাহ্ণ
শ্রদ্ধা ও ভালোবাসায় খুবি উপাচার্যের অশ্রুসিক্ত বিদায়
খুবি প্রতিনিধি :

বিদায় নিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালন করা উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ৩ টায় সফলভাবে দুই বছর উপ- উপাচার্য এবং দুই মেয়াদ উপাচার্যের দায়িত্ব পালন শেষে তিনি বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।

বিদায় বেলায় তাকে প্রায় চার শতাধিক শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত এগিয়ে নিয়ে আসেন। এসময় অনেকেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এ অধ্যাপক ২০১০ সালের ২৮ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে উপ- উপাচার্য হিসেবে যোগদান করে। এরপরে ২০১২ সালে ভারপ্রাপ্ত উপাচার্য এবং ২০১৩ সালের ১০ জানুয়ারি সালে পূর্ণাঙ্গ উপাচার্য হিসেবে দায়িত্বগ্রহণ করেন। প্রথম মেয়াদে শেষে ২০১৭ সালের ২৭ জানুয়ারি সরকার তাকে আবারো খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব প্রদান করেন। তার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৯ ই জানুয়ারী তবে আগামিকাল ছুটির দিন হওয়ায় তিনি আজই কর্মস্থল ত্যাগ করে রাজশাহীতে ফিরে গেলেন।

সবমিলিয়ে প্রায় দশ বছর প্রশাসনের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এ সুদীর্ঘ সময়ে তিনি হাতে নিয়েছেন অনন্য কিছু উদ্যোগ, অর্জন বা সাফল্যের ঝুলিও ভারি হয়েছে অনেকটা। খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে একাডেমিক ও অবকাঠামোগত বেশ কিছু পরিবর্তনও এনেছিলেন তিনি।

উপাচার্জের বিদায় বেলায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন স্কুলের ডিন, বর্তমান ও সদ্য সাবেক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা উপাচার্যকে বিদায় দিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত এগিয়ে যান।

এ সময় উপাচার্য গণমাধ্যমকে বলেন, এ দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যেন ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকে এবং দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে চলতে পারলে এ বিশ্ববিদ্যালয় সম্ভাবনার পথে, সাফল্যের পথে বহুদূর এগিয়ে যাবে।

শেয়ার