Top

ভুল চিকিৎসায় দৃষ্টি হারানোর বিচার দাবিতে মানববন্ধন

১৯ অক্টোবর, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ
ভুল চিকিৎসায় দৃষ্টি হারানোর বিচার দাবিতে মানববন্ধন
ময়মনসিংহ প্রতিনিধি :

ভুল চিকিৎসায় কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. মাহজাবিন হকের ৩৩% দৃষ্টি হারানোর বিচার চেয়ে ময়মনসিংহে মানববন্ধন কর্মসুচী পালন করেছে হাজারো জনতা।

বুধবার দুপুরে নগরীর টাউন হলের সামনে থেকে পাটগুদাম ব্রীজের মোড় পর্যন্ত তিন কিলোমিটার সড়কের ১২টি স্পটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন কর্মসুচীতে বিভিন্ন পেশাজীবি মানুষসহ ছাত্র-জনতা অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর সাহা, জেলা মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, জেলা মোটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা, নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক, প্রফেসর জালাল উদ্দিন, নারী উদ্যোক্তা সেলিমা আজাদ, জেলা আওয়ামীলীগ নেতা আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, শ্রমিক নেতা রাকিবুল ইসলাম শাহীন, মহানগর ছাত্রলীগ সভাপতি নওশেল আহমেদ অনিসহ অনেকেই।

বক্তারা ভুল চিকিৎসার জন্য দায়ের করা মামলায় অভিযুক্ত চক্ষু চিকিৎসক ডা. দীপক কুমার নাগের গ্রেফতার ও বিচার দাবি করেন।

উল্লেখ্য, গত ১ জুন তিনি রাজধানীর দীন মোহাম্মদ চক্ষু হাসপাতালে দেশের বিশিষ্ট রেটিনা বিশেষজ্ঞ দীপক কুমার নাগ মাহজাবিনের চোখ পরীক্ষা করে দুই চোখেই লেজার অপারেশন করেন। চিকিৎসার পর চোখের সমস্যা বাড়তে থাকলে পরবর্তীতে তিনি থাইল্যান্ডের একটি হাসপাতলে চোখের উন্নত চিকিৎসা করান।

সেখানকার চিকিৎসকেরা জানান, দেশে তার ভুল চিকিৎসার কারনে ৩৩ শতাংশ দৃষ্টি শক্তি হারিয়েছেন। এ ঘটনায় গত আগস্ট মাসে ময়মনসিংহ আদালতে দীপক কুমার নাগের বিরুদ্ধে মামলা করেন মাহজাবিন হকের ভাই সামিউল হক সাফা। দীপক কুমার নাগ এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

শেয়ার