জয়পুরহাট প্রতিনিধি :
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো জয়পুরহাটেও নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
শনিবার (২১ অক্টোবর) আজ সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান, উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, বিআরটিএর সহকারী পরিচালক সাইদুর রহমান,
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,জেলা নিরাপদ সড়ক চাই’র সহ সভাপতি নুরে-ই আলম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা বলেন, নিরাপদ সড়কের জন্য চালকদের আরো সচেতন সচেতন হতে হবে।