Top

রংপুর বিভাগীয় গণসমাবেশ: ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রস্তুতি সভা

২২ অক্টোবর, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ
রংপুর বিভাগীয় গণসমাবেশ: ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রস্তুতি সভা
ঠাকুরগাঁও প্রতিনিধি :

বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে (পৌর মিলনায়তন) এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সভায় জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মো. হারুনুর রশীদ, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান জাহিদ, কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সহ সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, অর্থ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাবেক
সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন। অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা, সদর উপজেলা, পৌর বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় যেকোন মূল্যে ২৯ অক্টোবর রংপুরে অনুষ্ঠেয় গণসমাবেশে যোগদানের প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

শেয়ার