Top
সর্বশেষ
হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা

যমুনার চরাঞ্চলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন

২২ অক্টোবর, ২০২২ ৭:১৫ অপরাহ্ণ
যমুনার চরাঞ্চলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

যমুনার দূর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে যমুনার চরাঞ্চলের ওই ইউনিয়নের কাটেংগা এলাকায় স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না নবনির্মিত স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এমপি মুন্না বলেন, এই স্বাস্থ্য কেন্দ্রেটি চালু হওয়ায় দূর্গম চরাঞ্চলের মানুষ সহজে স্বাস্থ্য সেবা পাবে এবং দীর্ঘ দিনের স্বাস্থ্য সেবার কষ্ট থেকে মুক্তি পেল। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার জনগণের ভাগ্য উন্নয়নের জন্য সর্বক্ষেত্রে কাজ করে যাচ্ছে। তাই বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করার আহবান জানিয়েছেন তিনি।

কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সির সভাপতিত্বে উদ্বোধনী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দীন, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল হাকিম, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক সেলিম আহেমদ, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য একরামুল হক, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক আব্দুল্লাহেল বাকি প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার