Top

পঞ্চগড়ে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা ও স্যানিটারি সামগ্রী বিতরণ

২৫ অক্টোবর, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ
পঞ্চগড়ে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা ও স্যানিটারি সামগ্রী বিতরণ

পঞ্চগড়ে মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতামূলক দিনব্যাপী এক কর্মশালা মঙ্গলবার পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। রংপুর সোস্যাল মার্কেটিং কোম্পানী লিমিটেড (এসএমসি) এই কর্মশালার আয়োজন করে।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর কুমার রায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকের সভাপতিত্বে কর্মশালায় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নিশাত আনজুম মারফি, এসএমসি এন্টারপ্রাইজের রংপুর এলাকা অফিসের সিনিয়র সেলস ম্যানেজার জাহিদ আহমেদ, দিনাজপুরের সিনিয়র সেলস প্রমোশন অফিসার জাহেদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

কর্মশালায় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ১২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নিশাত আনজুম মারফি মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মশালা শেষে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক হাজার ২শ মেয়ে শিক্ষার্থীর মাঝে এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিনসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার