Top

ঠাকুরগাঁওয়ে দিগন্ত জুড়ে শুধু সবজি

২৫ অক্টোবর, ২০২২ ৮:২৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে দিগন্ত জুড়ে শুধু সবজি
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে এখন সবজি চাষের ধূম পড়েছে। দিগন্ত জুড়ে শুধুই সবজির ক্ষেত। যেদিকে চোখ যায় শুধু সবজি আর সবজি।

ঠাকুরগাঁওয়ে ধান চাষের উপযোগী অনেক জমিতেই এখন চাষ হচ্ছে সবজি। ধানের জমির অনেকটা জায়গা দখল করে নিয়েছে শীতকালীন আগাম সবজি। এখন মাঠ জুড়ে নানা জাতের সবজি। ব্যস্ততার শেষ নেই কৃষকের। সবজি চাষে কম সময়, সেচ,সার,পরিচর্যা সহ অন্যান্য খরচ কম হওয়ায় কৃষকের আগ্রহটা বেশী।

ঠাকুরগাঁও জেলায় বিঘার পর বিঘা চাষ হচ্ছে লাউ, কায়তা, করলা, ঝিংগা, বেগুন, শষা, মূলা, পটোল, বরবটি, ঢেড়স, লাল শাক , ফুল কপি , বাঁধাকপি, ডাটা শাক, পালং শাকসহ নানা জাতের সবজি। এরই মধ্যে এসব সবজি কৃষকেরা বাজারজাত করতে শুরু করেছেন। প্রতিদিন উপজেলার বিভিন্ন বাজারে শীতকালীন সবজি নিয়ে ভিড় করছেন কৃষকেরা। তবে সার ও কীটনাশক সহ অন্যন্য জিনিসের দাম বৃদ্ধির কারণে কৃষকের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে।

বাজারে সবজির দাম বেশি হলেও কৃষক উৎপাদিত সবজির ন্যায্য দাম পাচ্ছেনা। মধ্যস্বত্বভোগীরা কম দামে তাদের কাছ থেকে পণ্য কিনে নিচ্ছে। ন্যায্য দাম না প্ওায়ায় হতাশ কৃষকরা। উৎপাদন খরচও উঠছে না অভিযোগ করেছেন অনেকেই। সরকারের কাছে দাবি কৃষি পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করা ও পণ্য সংরক্ষণের উদ্যোগ নেয়ার।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. নইমুল হুদা সরকার বলেছেন এ বছর ঠাকুরগাঁওয়ে ৭ হাজার ৮৯৫ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজির উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

ইতি মধ্যে ১৪০ হেক্টর শাক সবজি বাজারে এসেছে। আশা করা যায় বিগত বছরের মত এবারও ভাল ফলন পাওয়া যাবে। বৃষ্টির কারণে শাকসবজির দাম কিছুটা কম হলেও আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে মূল্য বৃদ্ধি পাবে।

শেয়ার