Top

নোয়াখালীতে শিক্ষক দিবসে র‌্যালী

২৭ অক্টোবর, ২০২২ ২:২১ অপরাহ্ণ
নোয়াখালীতে শিক্ষক দিবসে র‌্যালী
নোয়াখালী প্রতিনিধি :

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ স্লোগানে নোয়াখালীতে শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নোয়াখালী জিলা স্কুল ক্যাম্পাসে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করা হয়।

পরবর্তীতে শিক্ষকদের নিয়ে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সূচনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক ও নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ সালমা বেগম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যাপন কমিটির সদস্যসচিব জেলা শিক্ষা কর্মকর্তা মো.আমিনুল হক, নোয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম, নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক নুর উদ্দিন জাহাঙ্গীর, ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ হারুন, সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

শিক্ষকরা বলেন, শিক্ষা জাতির ভীত মজবুত করলেও আজ শিক্ষক সমাজ নানাভাবে অবহেলিত। তারা ব্যাপক বৈষম্যের শিকার হচ্ছেন। একদিকে বৈষম্য অপর দিকে শিক্ষকরা লাঞ্চিত হচ্ছেন সর্বক্ষেত্রে। সমাজের নানা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে খুনও হচ্ছে বিভিন্ন অঞ্চলের শিক্ষক।

এ সময় বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান শিক্ষকরা।

শেয়ার