সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক এমপি বলেছেন, বিএনপি সরকার এদেশকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিলো। তারা বাংলাদেশে থাকলেও তাদের টান এখনও পাকিস্তানের প্রতি। বিএনপি বঙ্গবন্ধুর হত্যাকারীদের ডেকে এনে পুরষ্কৃত করেছে। তারা এখনও চায় বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ তা হতে দেবে নাহ। বঙ্গবন্ধুর বাংলাদেশ কে নিয়ে ষড়যন্ত্রকারীদের আর কোন ছাড় নয়।
সোমবার দিনাজপুরের চিরিরবন্দর আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও দলীয় নেতা-কর্মীদের সমাবেশে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু তাই নয়, বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে রোল মডেল৷ বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই বহিঃবিশ্বে বাংলাদেশ এখন প্রশংসা কুড়াচ্ছে।
এর আগে আমেনা-বাকী ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, শহীদ মোজাফফর হাউসের ভিত্তি প্রস্থর স্থাপন, বিজয় একাত্তর গণগ্রন্থাগারের ভিত্তি স্থাপন করেন মুক্তিযোদ্ধা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক।
এবি ফাউন্ডেশন ও আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এম আমজাদ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার,এমপি, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।