Top

বিএনপির গণসমাবেশ বানচাল করতে অপতৎপরা চালচ্ছে সরকার

২৮ অক্টোবর, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ
বিএনপির গণসমাবেশ বানচাল করতে অপতৎপরা চালচ্ছে সরকার

বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশ বানচালকরতে পুলিশ ও সরকারী দলের লোকজন বিভিন্ন অপতৎপরা চালচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ,জেড,এম জাহিদ হোসেন। তিনি শুক্রবার বিকেলে বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশ স্থল রংপুর কালেক্টর ঈদগাঁ মাঠে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের আঙ্গুলের ইসারায় বাস মালিকেরা ধর্মঘট ডাকলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতা-কর্মীরাসহ সাধারণন মানুষ জনসভাস্থলে আসতে শুরু করেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকেরা বিভিন্ন স্থানে গিয়ে নেতা-কর্মীদেও হয়রানী করছে। রংপুরের যে সকল হোটেল মোটেলে বিএনপির কর্মী, সমর্থকেরা অবস্থান করছে সেসব জায়গায় তারা রেড দিচ্ছে।

সংবাদ সন্মেলনে তিনি বলেন, ক্ষমতা চিরোস্থায়ী নয়। সমাবেশকে কেন্দ্র করে সরকার গোটা বিভাগকে অবরুদ্ধ করে রেখেছে। সাধারণ মানুষ কোথায় যেতে পারছে না। বিশেষ করে অসুস্থ রোগীরা তাদের চিকিৎসা সেবা নিতে পারছে না। গত কয়দিন থেকে প্রশাসনের লোকেরা তাদের সহযোগীতা করলেও এখন তারা সরকারের ইসারায় গণসমাবেশে আসা মানুষদের হয়রানি করছে। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, এই দিন বেশিদিন থাকবে না। আপনারা নিরোপেক্ষ ভুমিকা পালন
করেন। জনগনের উপর নিপিড়ন করে কেউ বেশি দিন ক্ষতায় থাকতে পারে নাই আপনারাও পাবেন না।

সংবাদ সন্মেলনে বলা হয়, আমরা সকলের সহযোগীতা চাই। কিন্ত পুলিশ বাধ সৃষ্টি করছে। বাস ধর্মঘট থাকার কারণে বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা রংপুর নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। সেখানেও গিয়ে পুলিশ ও সরকারী দলের লোকেরা হুমকি ধমকি দিচ্ছে। সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী নিহত হয়েছে।

সংবাদ সন্মেলনে বিএনপির যুগ্ন-মহাসচীব হারুনূর রশীদ এমপি বলেন, মানূষ ভোট দিতে পারে না। বিদ্যুৎ নেই। দ্যব্যমূল্যের দাম নাগালের বাহিরে। সে দিকে সরকার খেয়াল না দিয়ে রংপুরের মহাগণ সমাবেশ বিভাবে বানচাল করা যায় সেই চেষ্টা তারা করছে। সরকারী দলের লোকেরা ও গোয়েন্দা সংস্থার লোকেরা হুমকি ধমকি দিচ্ছে। আমারা শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করতে চাই। সমাবেশ করতে গিয়ে পুলিশ বা সরকারী দলের লোকেরা কোন অপচেষ্টা করলে এর দায় সরকারকে বহন করতে হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,সৈয়দ জাহাঙ্গীর আলম, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামছুর জামান সামু, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

শেয়ার