ঠাকুরগাঁওয়ে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, কবি রাম চন্দ্র দাসকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার রাতে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
ইএসডিও মিলনায়তনে ইএসডিও’র পক্ষ থেকে শুরুতেই একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, কবি রাম চন্দ্র দাস ও কবি পূর্ণ পাত্রকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ইকো কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার প্রমুখ।
এ সময় বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরার সাংস্কৃতিক সংগঠন “শুদ্ধমঞ্চ’র শিল্পীদের আয়োজনে আবৃত্তি ও সংগীত পরিবেশিত হয়। পরে সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরার সংগীত, কবি রাম চন্দ্র দাসের গান-কবিতা অবলম্বনে গীতি আলেখ্য ‘নিরন্তর ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।