Top
সর্বশেষ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমেরিকা সেনা প্রত্যাহার করতে অস্বীকার করলে প্রতিরোধের মুখে পড়বে’

৩০ জানুয়ারি, ২০২১ ৯:০৬ পূর্বাহ্ণ
‘আমেরিকা সেনা প্রত্যাহার করতে অস্বীকার করলে প্রতিরোধের মুখে পড়বে’

ইরাকের একজন সংসদ সদস্য তার দেশ থেকে বিদেশি সেনা বহিষ্কারের ব্যাপারে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হওয়া প্রস্তাব বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, আমেরিকা যদি সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে তাহলে তারা ইরাকি জাতির প্রতিরোধের মুখে পড়বে।

ইরাকের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ আল- বালদাউয়ি বলেন, “ইরাক থেকে সেনা বহিষ্কারের সিদ্ধান্ত ইরাকের নিজস্ব ব্যাপার। যদি বিদেশি সেনা বহিষ্কারের ব্যাপারে ইরাক সরকারের রাজনৈতিক সমাধানের প্রক্রিয়া ব্যর্থ হয় তাহলে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। আরবি ভাষার বাগদাদ টুডে বার্তা সংস্থাকে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।

গত মঙ্গলবার আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা খবর দিয়েছে যে, বাইডেন প্রশাসন ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত পর্যালোচনা করবে। এরপর ইরাকের সংসদ সদস্য এসব কথা বললেন।

শেয়ার