Top

চিলমারীতে ভোটার উপস্থিতি কম, চলছে ভোট গ্রহণ

০২ নভেম্বর, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
চিলমারীতে ভোটার উপস্থিতি কম, চলছে ভোট গ্রহণ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়। ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট দিচ্ছেন ভোটাররা।

সরেজমিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, দুপুর পেরিয়ে গেলেও ভোটারের উপস্থিতি তেমন লক্ষ করা যায়নি। শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে আ.লীগের নৌকা প্রতিকে প্রতিদ্বন্দিতা করছেন সোলায়মান আলী সরকার, স্বতন্ত্র হিসেবে আনারস প্রতিকে রুকুনুজ্জামান শাহীন, ঘোড়া প্রতিকে জোবাইদুল ইসলাম বাদল, নুর ই এলাহী তুহিন হেলিকপ্টার প্রতিকে ও আসাদুজ্জামান বাবু মোটর সাইকেল প্রতিকে।

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, উপজেলায় মোট ভোটার রয়েছেন ১ লাখ ৩৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৮৩৩ জন ও মহিলা ভোটার রয়েছেন ৫১ হাজার ৫৫০ জন। উপজেলার ৬টি ইউনিয়নের ৪৫ টি কেন্দ্রের ২৯২টি বুথের মাধ্যমে ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা।

শেয়ার