Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

রাজবাড়ীর পাংশা পৌরসভায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

৩০ জানুয়ারি, ২০২১ ৪:৪২ অপরাহ্ণ
রাজবাড়ীর পাংশা পৌরসভায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
রাজবাড়ী প্রতিনিধি :

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে শেষ হয়েছে রাজবাড়ীর পাংশা পৌরসভায় ভোটগ্রহণ। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তৃতীয় ধাপের পাংশা পৌরসভা নির্বাচন শেষ হয়েছে অনেকটা শান্তিপূর্ণভাবেই।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত। পৌরসভার সবকটি কেন্দ্রে পুরনো ব্যালট পদ্ধতি ব্যবহার করে ভোট নেয়া হয়। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের দেখা মেলে। অনেকটা উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা।

পৌরসভার মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের প্রার্থী ছাড়াও একজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য অনুযায়ী, পৌরসভায় মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৪২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃতীয় ধাপের এ নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। নেই জাতীয় পার্টি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী।

পৌরসভায় ভোট কেন্দ্র রয়েছে ৯টি। মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৩১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ১১৩ জন এবং নারী ভোটার ১২ হাজার ২০০ জন। ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, আনসার, র্যা বের টিম, বিজিবি, মোবাইল ফোর্স এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে।

শেয়ার