Top

কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

০৫ নভেম্বর, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ
কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি :

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে বাড়ি ফেরার পথে ট্রাকের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া মহল্লার যুবক মো. মোস্তাফিজুর রহমান (৩০) নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের ভজনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মোস্তাফিজুর রহমান মোটাসাইকেলযোগে কাঞ্চনজঙ্ঘা দেখে ঠাকুরগাঁও ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের নীচে চাপা পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোস্তাফিজুর রহমান ঠাকুরগাঁও পৌর শহরের দক্ষিণ হাজীপাড়া মহল্লার মৃত মজিবর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দেড় বছরের এক সন্তান ও এক বোনকে রেখে গেছেন। শুক্রবার বাদ মাগরিব পৌর শহরের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে যাওয়া হয়।

শেয়ার