কাজ শুরু করার সাথে সাথেই কি সফলতা আসে? নিশ্চয় না। জীবন যেমন পুষ্পশয্যা নয় তেমনি সফলতাও রাতারাতি ধরা দেয় না। সফলতাকে অর্জন করে নিতে হয়। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস নিয়ে কাজের সঙ্গে লেগে থাকতে হয়। এখন পর্যন্ত পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের সফলতার পেছনে রয়েছে ভাঙ্গা গড়ার বিরাট ইতিহাস।
পৃথিবীর সফল ব্যক্তিদের আমরা সবাই চিনি কিন্তু আমরা কি জানি তাদের সফলতার পেছনের গল্পগুলো? হ্যাঁ, আজকের নিবন্ধে আলোচনা করবো ব্যর্থতার বিশাল পাহাড় পেড়িয়ে কীভাবে সফলতার জন্য ঘুরে দাঁড়িয়েছে এমন কয়েকজন সফল ব্যক্তির কাহিনী।
আসতিয়া আফরিন অরিন: কোভিড -১৯ এর সেই সময় কাল! উদ্যোক্তা জীবনের শুরু ২০২০ সাল থেকে। অনার্স জীবনের শুরু যখন থেকে তখন থেকেই আমি কিছু না কিছু করতাম। এক কোচিং সেন্টারেও ২ বছর শিক্ষকতা করেয়েছিলাম। পাশাপাশি টিউশনি করাতাম । এর পরে ২০১৯ সালে, আমি একটা বেসরকারি প্রাইভেট বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিযুক্ত ছিলাম।
তারপরে মহামারী কোভিড-১৯, অইযে বললাম, আমি কোন কোন কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখতাম। ঠিক তেমনি, স্কুল-কলেজ যখন সব বন্ধ, তখন বাসায় একদম বসে। সময় কাটেনা এমন অবস্থা। ঠিক সেই সময়ই একটা পেইজ ওপেন করলাম। বাল্যকালের এক বন্ধুর সাথে পরামর্শ করে পেইজের নাম দিলাম লেটুস।
যদিও আমাকে উদ্দ্যোক্তা হিসেবে যে কজন চিনে, সবাই জানে আমি বেকিং এর সাথেই জড়িত, হ্যা তা ঠিক কিন্তু, আমি পেইজ ওপেন করেছিলাম, হোম মেইড ফুড আইটেম সেলের জন্য। পেইজ ওপেনের প্রায় এক মাস, কিন্তু কোন অর্ডার আসেনি। হতাশায় দু চোখ দিয়ে শুধুই অন্ধকার দেখতে পাচ্ছিলাম, তবে আমার মাঝে কেন যানি আমি পারবো বলে একটি শব্দ কাজ করতো এবং আত্ববিশ্বাস ছিলো আমি ঘুরে দাড়াবো। কিছূ দিন পড়ে আমার এক আন্টি আমার কাছে কেকের অর্ডার করেন। এক মাস আগেই ডেলিভারীর ডেইটটি ছিল ২৫ নভেম্বর।
আমার পেইজের ফুড আইটেম লিস্টে কেক ছিলোনা। শুধু মাত্র আন্টি অর্ডার করেছিলেন বলেই, তাকে কেন্দ্র করে এবং ডেলিভারি দেয়ার লক্ষ্যেই লেটুসের যাত্রা শুরু। আন্টিকে ধন্যবাদ জানাই। কারণ উনি অর্ডার না করলে আজকের এই দিনটি আসতোনা।
কেকের বেস আমি আগে থেকেই আলহামদুলিল্লাহ পারফেক্ট ভাবে বানাতে পারতাম। অফলাইন ও অনলাইনে বিভিন্ন কোর্স করে আসতে আসতে কাজের দক্ষতা বাড়িয়েছি।
যদিও এখন ও বেকিং এর একদম প্রাইমারি লেভেলে অবস্থান করছি। তবে ইচ্ছে আছে বহুদূর যাওয়ার। যদি আল্লাহ বরকাত দান করেন, আমার প্রতি সহায় হোন আর আমার নীলফামারিবাসী আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি আমার কাঙ্খিত লক্ষ্যে একদিন পৌচ্ছাবো। বাকী টা আল্লাহ এর ইচ্ছা।
আর হ্যা, আমার পেইজে প্রায় ২ বছর হতে চলল। এই ২ বছরে প্রায় ১৫০০ এর বেশি কেক ডেলিভারি করেছি। আলহামদুলিল্লাহ কাস্টমারদের অনেক ভালো রেসপন্স পেয়েছি। আর ৯৮% ভালো রিভিউ পেয়েছি। তবে আরেকটি কথা না বললেই নয়।
লেটুসের যাত্রা শুরু যখন তখন আমি ছিলাম অবিবাহিত। আমার বাবা নেই। তবে আমার কোন কাজেই আমার মায়ের নিষেধাজ্ঞা পাইনি। সব সময় সাপোর্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ।
২০২১ এ আমার বিয়ে হয়। কিন্তু বিয়ের পরেও আমার শ্বশুর বাড়ির মানুষের যথেষ্ট সাপোর্ট পেয়েছি এবং পাচ্ছি, তারা আজকে আমাকে সাপোর্ট না করলে আজকে লেটুস এর অবস্থান এখানে হয়তোবা আসতোনা। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।
আজকে নীলফামারীতে আমাকে অনেকই চিনে। হয়তো আমি তাদেরকে চিনিনা। সবচেয়ে ভালো লাগে, যখন আমাকে কেউ বলে আপু আপনি অরিন আপু না? আপনার পেইজ লেটুস না? আসলে তখন ই সব থেকে ভালো লাগে।।
আল্লাহ রহমত দান করলে আর নীলফামারীবাসী আমার পাশে থাকলে, ইনশাআল্লাহ একদিন নিশ্চয়ই লেটুস এর নাম সম্পূর্ণ নীলফামারীতে ছড়িয়ে যাবে। আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন আগামীতেও আপনাদের ভালো মানের কেক দিতে পারি।