Top

সাংগু নদীতে নতুন প্রজাতির মহাশোল মাছের সন্ধান

০৮ নভেম্বর, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ
সাংগু নদীতে নতুন প্রজাতির মহাশোল মাছের সন্ধান
রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ :

দেশে প্রথমবারের মত বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন মহাশোল মাছের নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এ প্রজাতিটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ঞড়ৎ নধৎধশধব। বান্দরবান জেলার সাংগু নদীতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীরা এ প্রজাতিটির সন্ধান পেয়েছেন। এই প্রজাতির সন্ধান পাওয়ায় এখন দেশে মহাশোল মাছের প্রজাতির সংখ্যা বেড়ে হয়েছে তিনটি।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) সূত্র জানায়, এতদিন দেশে মহাশোল মাছের দু’টি প্রজাতি ছিল। এদের আবাসস্থল হচ্ছে নেত্রকোণা জেলার কংস এবং সোমেশ্বরী নদী। এই দুই প্রজাতি মূলত: পাহাড়ি ঝরনা প্রবাহিত স্র্রোতস্বিনী জলাশয়ে বসবাস করে এবং পাথরের গায়ে লেগে থাকা শ্যাওলা জাতীয় খাবার খেয়ে বেঁচে থাকে। ২০১৫ সালে আইইউসিএন’র (ওটঈঘ) তথ্যমতে মহাশোল বিপন্ন প্রজাতির দামী মাছ। বিএফআরআই কর্তৃক পরিচালিত সমীক্ষায় বান্দরবানের সাংগু নদীতে নতুন এই প্রজাতির মহাশোল মাছের সন্ধান পাওয়ায় এখন দেশে মহাশোল মাছের প্রজাতির সংখ্যা দাঁড়ালো তিনটি। এতে দেশে মিঠাপানির মাছের সংখ্যা হবে ২৬১টি।

বিএফআরআই সূত্র আরো জানায়, গত এক বছর আগে নতুন প্রজাতির মহাশোল মাছের দেখা পাওয়ার খবর পেয়ে বিএফআরআই রাঙ্গামাটি উপকেন্দ্র থেকে বিষয়টি নিয়ে স্থানীয় মৎস্যজীবীদের সহযোগিতায় সমীক্ষা পরিচালনা করা হয়। অত:পর সন্ধান মিলে মহাশোল আকৃতির এক প্রজাতির মাছের। ওই মাছ সংগ্রহের পর বাহ্যিক গঠন এবং অন্যান্য দিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। গবেষণায় দেখা যায়, এর আঁইশ মহাশোল মাছের মত হলেও পাখনার রং দেশের অন্যান্য প্রজাতির মহাশোলের মত হলদে নয় এবং মুখটি অপেক্ষাকৃত সরু।

পরবর্তীতে প্রজাতি সনাক্ত করার জন্য ডিএনএ বারকোডিং করা হয়। অত:পর কৌলিতাত্ত্বিক গবেষণায় সংগ্রহীত নমুনার ঞড়ৎ নধৎধশধব নামক মহাশোলের রেফারেন্স জিনোমের সাথে শতভাগ সাদৃশ্যতা পাওয়া যায়। এভাবে দেশে প্রথমবারের মত নতুন প্রজাতির মহাশোল সনাক্তকরণ নিশ্চিত করা হয়। নতুন এই প্রজাতিটি বান্দরবানের থানচি উপজেলার সাংগু নদীর আন্দারমানিক, বোরো মদক ও লিগরি এলাকায় যেখানে পানির গভীরতা এবং তলদেশে পাথরের পরিমান বেশি সেখানে নতুন প্রজাতির মহাশোল মাছটি পাওয়া যায়। স্থানীয়ভাবে এ মাছটি ‘ফড়ং’, কিংবা ‘মিকিমাউ’ নামে পরিচিত। এটি ওজনে ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত হয়ে থাকে।

এ প্রসংগে বিএফআরআই এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ জানান, মহাশোলের নতুন এই প্রজাতির প্রজনন ও চাষাবাদ নিয়ে শীঘ্রই গবেষণা কার্য্যক্রম শুরু করা হবে। মাছটি দামী ও আকারে বড় হওয়ায় এর বাণিজ্যিক গুরুত্ব রয়েছে। মহাশোলের অন্যান্য প্রজাতি নিয়ে ইনস্টিটিউটের দীর্ঘদিনের অভিজ্ঞতা এ ক্ষেত্রে কাজে লাগানো যাবে বলেও জানান তিনি।

 

শেয়ার