পুঁজিবাজারে মধ্যস্থতাকারী ৭ ব্রোকারেজ হাউজকে বিভিন্ন ধরনের অনিয়মের কারণে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিএসইসির ৭৩২তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানগুলো হলো- এসিই ক্যাপিটাল ম্যানেজমেন্ট সার্ভিসেস, রিল্যায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস, এসআর ক্যাপিটাল লিমিটেড, প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ, লতিফ সিকিউরিটিজ, এসআইবিএল সিকিউরিটিজ ও কাইয়ুম সিকিউরিটিজ।