Top

রোহিঙ্গা সংকট: বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ

৩১ জানুয়ারি, ২০২১ ১১:৫৫ পূর্বাহ্ণ
রোহিঙ্গা সংকট: বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে লেখা চিঠিতে গুতেরেস এ কথা বলেন।

চিঠিতে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় আবারও বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘের মহাসচিব।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মন্ত্রীকে লেখা চিঠিতে মিয়ানমারে নৃশংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগণকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গুতেরেস।

তিনি বলেন, জাতিসংঘ রোহিঙ্গাদের রাখাইনে টেকসই প্রত্যাবর্তনে অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে।

মহাসচিব নিশ্চিত করেন, জাতিসংঘ সম্মিলিতভাবে এই মানবিক, আঞ্চলিক ও বৈশ্বিক সংকট নিরসনে বাংলাদেশের পাশে দাঁড়াবে। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা জোরদার করবে।

বিশেষ দূত এবং জাতিসংঘের অন্য অঙ্গ সংগঠনের মাধ্যমে এই সংকটের একটি টেকসই সমাধানের জন্য রাখাইন রাজ্যের জন্য গঠিত উপদেষ্টা কমিশনের সুপারিশগুলোর সম্পূর্ণ বাস্তবায়নে জাতিসংঘ অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন মহাসচিব।

চিঠিতে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য আরও আন্তর্জাতিক সহায়তার লক্ষ্যে মিয়ানমারে তার বিশেষ দূতের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সহযোগিতা কামনা করেন গুতেরেস।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে থেকে ছিল আরও প্রায় চার লাখ। বর্তমানে ১১ লাখ রোহিঙ্গা রয়েছে ৩৪টি ক্যাম্পে।

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন করেনি মিয়ানমার।

শেয়ার