উৎসাহ উদ্দীপনা ও শৃঙ্খলার মধ্য দিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১৪তম শিক্ষোন্নয়ন বৃত্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) একযোগে ১৪টি কেন্দ্রে সকাল ১০টা থেকে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় মিরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ২৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭৪০জন শিক্ষার্থী অংশগ্রহণে। এতে ১ম শ্রেণির ২৯৪জন, ২য় শ্রেণির ৫২২জন, ৩য় শ্রেণির ৬৩৮জন, ৪র্থ শ্রেণির ৮৯২জন, ৫ম শ্রেণির ১০৫৭জন, ৬ষ্ঠ শ্রেণির ৬১৮জন, ৭ম শ্রেণির ৬২৪জন, ৮ম শ্রেণির ৬৫১জন, ৯ম শ্রেণির ৩২৬জন এবং ১০ম শ্রেণির ১১৮জনসহ সর্বমোট ৫৭৪১ জন ছাত্র-ছাত্রী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা নিয়ন্ত্রক মিরসরাই কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আফছার এবং শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সার্বিক তত্ত্বাবধায়নে বৃত্তির আহবায়ক রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজের প্রভাষক একরামুল হক ও সদস্য সচিব মোহাম্মদ আবু সায়েদসহ ১৪টি কেন্দ্রে আলাদা কেন্দ্র সচিব ও সহকারী কেন্দ্র সচিব এবং ২৪১জন হল পরিদর্শক এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক সদস্য পরীক্ষা গ্রহণের যাবতীয় দায়িত্ব পালন করেন।
বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৭৫৮জন, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ এনামুল হক, সহকারী সচিব সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, মিরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৭৪৮জন, কেন্দ্র সচিব হোসাইন সবুজ, সহকারী কেন্দ্র সচিব সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, শিশু নিকেতনে মোট পরীক্ষার্থী ১০৬জন, কেন্দ্র সচিব সম্রাট দে, সহকারী সচিব সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শওকত হোসেন ও ইসমাঈল হোসেন খোকন, চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪৮৯জন, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ মোকাররম হোসেন চৌধুরী, সহকারী সচিব সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফ ও আবু বক্কর ছিদ্দিক রিশাত, চিনকি আস্তানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১৮০জন, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ সিরাজ উদ্দিন, সহকারী সচিব সংগঠনের তথ্যপ্রযুক্তি সম্পাদক ইয়াছিন শরীফ ও মোঃ জাকারিয়া আশিক, আল-হেরা স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থী ৩০১জন, কেন্দ্র সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান, সহকারী সচিব সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশ ও সাবেক মহিলা সম্পাদিকা খাদিজাতুল কোবরা লুবনা, বারইয়ারহাট কলেজে মোট পরীক্ষার্থী ৪৪২জন, কেন্দ্র সচিব অধ্যক্ষ মোঃ আলমগীর, সহকারী কেন্দ্র সচিব বৃত্তির যুগ্ম-আহবায়ক ফয়সাল ভূইয়া রাজীব, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী ও আলী জাবের, মীরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ৬০৬জন, কেন্দ্র সচিব জিয়াউল হক, সহকারী সচিব বৃত্তির আহবায়ক একরামুল হক, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫৩৪জন, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ আজিম উদ্দিন, সহকারী কেন্দ্র সচিব সংগঠনের ক্রীড়া সম্পাদক নুর-এ-জাহেদ ও দুস্থ-ত্রাণ সম্পাদক রায়হান চৌধুরী, বারইয়ারহাট পৌর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪৫৫জন, কেন্দ্র সচিব অঞ্জন চক্রবর্ত্তী, সহকারী কেন্দ্র সচিব শ্যামল চন্দ্র নাথ ও জামাল উদ্দিন শাহীন, হিঙ্গুলী কদমতলা দাখিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ৩৪৫জন, কেন্দ্র সচিব মাওলানা বোরহান উদ্দিন, সহকারী কেন্দ্র সচিব সংগঠনের অর্থ সম্পাদক সবুজ সেন ও আবদুর রহমান বিশ্বাস, মারূফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২৯৮জন, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী কেন্দ্র মোঃ জিয়া উদ্দিন, সাইনিং স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থী ৩০৭জন, কেন্দ্র সচিব অধ্যক্ষ ইমাম উদ্দিন, সহকারী কেন্দ্র সচিব সরোয়ার মাহবুব ও ফখরুল ইসলাম এবং এসএম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২১৭জন, কেন্দ্র সচিব মাজহারুল হক এবং সহকারী কেন্দ্র সচিব সংগঠনের যুগ্ম-সম্পাদক শেখ কামরুল হাসান নিজামী পলাশ।
এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, মিরসরাই উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু, নোয়াখালী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ সাইফুর রহমান সুজন, টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, বারইয়ারহাট কলেজের প্রভাষক বোরহান উদ্দিন, নিজামপুর কলেজের প্রভাষক জসীম উদ্দিন, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের পরিচালক লায়ন এজেড এম সাইফুল ইসলাম টুটুল, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহম্মদ, অভিযান ক্লাবের সহ-সভাপতি মোঃ শওকত, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, দক্ষিণ আমবাড়ীয়া যুব সংঘের সম্পাদক শহীদুল ইসলাম, সাংবাদিক মাঈন উদ্দিন, আনোয়ার হোসেন, বাবলু দে, জাফর আহম্মদ, মোশাররফ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য চলমান সামাজিক কার্যক্রমের পাশাপাশি ২০০৭ সাল থেকে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি কার্যক্রম টানা ১৪বছর অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত সম্পন্ন হয়ে আসছে।