Top
সর্বশেষ
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, ফিরছেন উদ্বাস্তুরা শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার

তৃতীয় ধাপে ৭০ শতাংশ ভোট পড়েছে: ইসি

৩১ জানুয়ারি, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ
তৃতীয় ধাপে ৭০ শতাংশ ভোট পড়েছে: ইসি
অনলাইন ডেস্ক :

তৃতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ৭০ দশমিক ৪২ শতাংশ ভোট পড়েছে। এসব পৌরতে ভোটার ছিলেন ১৯ লাখ ৮ হাজার ৬১৫ জন। এর মধ্যে ১৩ লাখ ৪৪ হাজার ১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

রবিবার (৩১ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, নির্বাচনে সব চেয়ে কম ভোট পড়েছে মৌলভীবাজার পৌরসভায়। সেখানে ভোট পড়ার হার ৪১ দশমিক ৮৭ শতাংশ। ওই পৌরসভায় ৪৩ হাজার ৪৪৬ ভোটের মধ্যে কাস্ট হয়েছে মাত্র ১৮ হাজার ১৯০ ভোট। অপরদিকে, সবচেয়ে বেশি ভোট পড়েছে নওগাঁর ধামইরহাটে। সেখানে ভোট পড়েছে ৯২ দশমিক ১৪ শতাংশ। এ পৌরসভায় ১২ হাজার ৬৪০ ভোটারের মধ্যে ১১ হাজার ৬৪৬ জন ভোট দিয়েছেন।

গত ৩০ জানুয়ারি (শনিবার) তৃতীয় ধাপে দেশের ৬৩টি পৌরসভায় ভোট হয়। এর মধ্যে লাকসাম পৌরসভার সবগুলো পদে একক প্রার্থী থাকায় ভোট গ্রহণের প্রয়োজন পড়েনি। এ ধাপের সবগুলো পৌরসভায় ভোটগ্রহণ হয় ব্যালট পেপারের মাধ্যমে।

দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ভোট হয় ১৬ জানুয়ারি। চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার ভোট ১৪ ফেব্রুয়ারি এবং পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোট হবে ২৮ ফেব্রুয়ারি।

শেয়ার