Top
সর্বশেষ
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, ফিরছেন উদ্বাস্তুরা শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার

বেহাল দশায় রাজবাড়ী জেলা বিএনপি, বিলুপ্তির সম্ভাবনা

৩১ জানুয়ারি, ২০২১ ১০:৫৯ অপরাহ্ণ
বেহাল দশায় রাজবাড়ী জেলা বিএনপি, বিলুপ্তির সম্ভাবনা
রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী জেলা বিএনপির আহব্বায়ক কমিটির মধ্যে প্রকাশ্যে অভ্যন্তরীন কোন্দল, অর্থ গ্রহণে ব্যাপক কমিটি বানিজ্য, লেনদেনের অডিও ফেইসবুকে ভাইরাল, পাল্টা কমিটি ঘোষণা ও জেলার ৩টি পৌরসভায় শক্তিশালী প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে রাজবাড়ী জেলা বিএনপি। ফলে মনোবল ভেঙ্গে পড়েছে তৃনমুল বিএনপির নেতাকর্মীদের। কেন্দ্র থেকে দ্রুত এই অযোগ্য কমিটি বাতিল করে নিবেদিত ও নির্যাতিত নেতাকর্মীদের দিয়ে শক্তিশালী একটি জেলা কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন দলের বিভিন্ন স্তরের নেতা কর্মিরা।

সম্প্রতি জেলার তিনটি পৌরসভায় যথাযথ শক্তিশালী মেয়র প্রার্থী না দেওয়ায় জেলাব্যাপী দলে এই হতাশার মাত্রা বহুগুনে বৃদ্ধি পেয়েছে।

বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, রাজবাড়ী পৌরসভায় তোফাজ্জল হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। পৌরসভার নয়টি ওয়ার্ডের সকল নেতাকর্মীরা ইতিপূর্বে সংগঠন বিরোধী ও নৈতিকস্খলনের অভিযোগে তোফাজ্জল হোসেনকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ প্রেরণ করে। কেন্দ্র এই সুপারিশ কর্ণপাত না করে তাকেই মনোনয়ন দিয়েছেন। ফলে নির্বাচনে দলের সাধারণ নেতাকর্মীরা হতাশ হয়ে নির্বাচন বিমুখ হয়ে আছে। তোফাজ্জল হোসেনের মনোনয়ন দুই দফা বাতিল হলে হাইকোর্টের মাধ্যমে তিনি প্রার্থী হিসাবে পূর্ণবহাল হয়েছেন, ততক্ষণে তার নির্বাচনের মাঠের শেষ উত্তাপটুকু নিঃশেষিত হয়ে পড়েছে। ফলে তোফাজ্জল হোসেনের নির্বাচনে নেতাকর্মীরা হাল ছেড়ে দিয়েছেন।

জেলার অপর গুরুত্বপূর্ণ উপজেলা শহর গোয়ালন্দ পৌরসভায় কোনো প্রার্থী দেয়া হয় নাই। ফলে বিএনপির নেতাকর্মীরা হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছেন। স্থানীয় আওয়ামী লীগের সাথে সমঝোতা করে জেলা আহব্বায়ক এ্যাড. লিয়াকত আলী গোয়ালন্দে কোনো প্রার্থী দেয়নি। এ ব্যাপারে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে বলেও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন।

এদিকে পাংশা পৌরসভায় বিএনপির যে প্রার্থী দেওয়া হয়েছে মনোনয়ন পাবার পর তিনি কোনো নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেননি। প্রচারণা ছেড়ে ঘরে বসে ছিলেন। বিএনপির এই প্রার্থী কয়েকবছর পূর্বে দলেবলে আওয়ামী লীগে যোগদান করে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান যে, বিএনপি প্রার্থী এই নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থীর আপন ভাগ্নে। ফলে আওয়ামী লীগ প্রার্থীকে জয়লাভে সহায়তা করতে তার এই নিরবতা।

বিএনপি নেতাকর্মীরা আরো জানান, জেলা বিএনপির আহব্বায়ক ও কয়েকজন যুগ্ম আহব্বায়ক মিলে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে এমন বিতর্কিত প্রার্থী মনোনয়ন দেওয়ায় দলে সাধারণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। আর্থিক লেনদেন সমঝোতার বিষয়টি এখন শহরে চাউর হয়ে পড়েছে। প্রায় দেড় বছর পূর্বে রাজবাড়ী জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়। যার একটিমাত্র সভা এ পর্যন্ত অনুষ্ঠিত হয়। নব্বই দিন মেয়াদের কমিটি হলেও তারা দীর্ঘদিন কোনো অধস্তন পৌরসভা ও উপজেলা কমিটি গঠন করেনি। সম্প্রতি ২৬ ডিসেম্বর ২০২০ জেলা আহব্বায়ক ও যুগ্ম আহব্বায়ক দুইজন সদস্য সচিবকে না জানিয়ে বিধি বহির্ভুতভাবে তিনটি উপজেলা ও দুইটি পৌরসভার কমিটি ঘোষণা করেন। এর ফলে সমগ্র জেলাতে নেতাকর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়।

নেতাকর্মীরা জানান, জেলা আহব্বায়ক এ্যাড. লিয়াকত আলী কমিটি ঘোষণার নামে ব্যাপক বানিজ্য করে দলের নিবেদিত ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে সমাজের নানা বিতর্কিত লোকজনকে দিয়ে এসকল কমিটি গঠন করেছে। দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, জেলা আহব্বায়ক সম্পূর্ণ অনৈতিকভাবে দলের নেতাকর্মীদের কাছ থেকে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছেন। যার অডিও ফেসবুক সহ বিভিন্ন গনমাধ্যমে ভাইরাল হয়েছে। যা সংগঠনের ভাবমূর্তিকে ধুলোয় লুণ্ঠিত করেছে।

তৃনমুলের নির্যাতিত অনেক নেতাকর্মী অভিযোগ করে বলেছেন, ইতিপুর্বে যে সব নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করার জন্য বারংবার স্থানীয় সংসদ সদস্যের বাসায় ঘুরেছেন এবং যোগদান করেছেন এমন নেতাকর্মীদেরকে কমিটিতে রাখা হয়েছে। একাধিক নেতাকর্মী ও সাবেক জনপ্রতিনিধিগনের সাথে কথা বলে জানা যায় বর্তমানে রাজবাড়ী জেলায় বিএনপি মুখ থুবড়ে পড়েছে।

তারা বলেন, ১নং যুগ্ন আহব্বায়ক এ্যাড. কামরুল আলম গত পৌরসভা নির্বাচনের সময় আওয়ামী লীগে যোগদান করে। গত সংসদ নির্বাচন ও পৌরসভা নির্বাচনে প্রকাশ্যে আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে কাজ করে,অথচ এইরুপ ব্যাক্তিকে কমিটি গঠনের ক্ষেত্রে ক্ষমতা প্রদান করা হয়েছে। এরা এখনও আওয়ামী লীগের সাথে যোগসাজসে বিএনপির কমিটি গঠন ও পরিচালনা করে দলকে এক ভয়াবহ বিপর্যয়ে ফেলেছে।

এদিকে জেলা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল জেলা বিএনপি কার্যালয়ে পাল্টা কমিটি ঘোষণা করেছেন। পাল্টা কমিটি ঘোষণার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে সঠিকতা যাচাই ছাড়াই জেলা বিএনপির সদস্য সচিবকে কেন্দ্রীয় কমিটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। এতে করে বিরোধ যেন প্রকাশ্যে আকার ধারণ করেছে।

রাজবাড়ী জেলা বিএনপির আহব্বায়ক কমিটির কোন্দল এখন প্রকাশ্যে রুপ নিয়েছে। পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তৃণমুল নেতাকর্মীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, এটা খুবই অপ্রত্যাশিত ও দুঃখজনক যে রাজবাড়ী জেলা বিএনপি এক গভীর সংকটে পড়েছে। জরুরিভিত্তিতে জেলা কমিটি পুনর্গঠন আবশ্যক হয়ে পড়েছে। রাজবাড়ী ২ আসনের সাবেক সংসদ সদস্য জনাব নাসিরুল হক সাবু তারেক রহমানের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার