Top

রৌমারী সীমান্তে বাংলাদেশী যুবকে আটক করেছে বিএসএফ

২০ নভেম্বর, ২০২২ ৬:১৬ অপরাহ্ণ
রৌমারী সীমান্তে বাংলাদেশী যুবকে আটক করেছে বিএসএফ
শফিকুল ইসলাম বেব, কুড়িগ্রাম :

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক ১০৫৭ মেইন পিলারের ভারতীয় জিরো পয়েন্ট থেকে বাংলাদেশী মোঃ রবিন সরকার (২২) নামের এক যুবককে আটক করেছে কুকুর মারা বিএসএফ ক্যাম্পের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

রবিন সরকার (২২) উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণ ধরা গ্রামের মোঃ আব্দুল হাই মন্টুর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিন সরকার একজন সক্রীয় গরু চোরাকারবারি গত বুধবার (১৬ নভেম্বর) গরু আনার জন্য অবৈধ ভাবে ভারতে যায়। ভারতীয় গরু চোরাকারবারিদের সাথে ব্যবসা সংক্রান্ত বিষয়ে বনিবনা না হলে শনিবার রাত ৯টার দিকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতীয় কুকুর মারা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা টের পেয়ে তাকে আটক করে।

আটকের বিষয়টি অবগত থাকলেও কার্যত এখন পর্যন্ত কেন কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি। এমন জামালপুর ৩৫ ব্যাটালিয়ন বিজিবির দাঁতভাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবেদার খালেকুর রহমান বলেন, বাংলাদেশি যুবককে আটকের খবর লোকের মাধ্যমে শুনেছি। বিষয়টি এখন পর্যন্ত বিএসএফ সদস্যরা আমাদের চিঠি বা মৌখিক ভাবে অবগত করেননি। অবগত করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার