সিরিয়া থেকে ছোড়া রকেট বিস্ফোরণে তুরস্কের তিন নাগরিক নিহত হওয়ার পর সিরিয়ায় স্থল অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
সোমবার (২১ নভেম্বর) সিরিয়া সীমান্ত লাগোয়া তুরস্কের কারকামিস জেলায় রকেট আঘাত হানে। এতে তিনজন নিহত হওয়ার পরই সিরিয়ায় কুর্দি সন্ত্রাসীদের ওপর কঠোর অভিযান চালানোর ইঙ্গিত দেন এরদোয়ান। তবে সিরিয়ায় বড় ধরনের অভিযান ও অত্যাধিক শক্তি প্রয়োগ না করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।
সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার বিশেষ দূত আলেক্সান্ডার লাভেরেনতেভ মঙ্গলবার বলেছেন, ‘আমরা আশা করি, উত্তেজনা উপশমে, সিরিয়ায় অত্যাধিক শক্তি প্রয়োগে বিরত থাকতে তুরস্ককে আমরা বোঝাতে পারব।’
মঙ্গলবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া নিয়ে আলোচনায় বসেন তুরস্ক, রাশিয়া ও ইরানের প্রতিনিধিরা। এই বৈঠকে তুরস্কের প্রতি এমন আহ্বান জানান রাশিয়ার দূত আলেক্সান্ডার লাভেরেনতেভ।
তিনি তার বক্তব্যে আরও বলেন, ‘বড় ধরনের স্থল অভিযান আটকাতে কয়েক মাস ধরে কাজ করছে রাশিয়া’।
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ১৩ নভেম্বর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ হামলার দায় কুর্দিদের ওপর চাপায় তুরস্ক। এরপর এর জবাব দিতে উত্তর সিরিয়া এবং ইরাকে অবস্থানরত কুর্দিদের লক্ষ্য করে রোববার (২০ নভেম্বর) একাধিক বিমান হামলা চালায় আঙ্কারা। এ হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।
এদিকে ২০১১ সাল থেকে সিরিয়ায় চলছে গৃহযুদ্ধ। এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়ায় নতুন করে স্থল অভিযান চালানোর ঘোষণা দেওয়ার পর আবারও সেখানে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
এরদোয়ান স্থল অভিযান চালানোর ব্যাপারে সোমবার বলেছেন, ‘যারা আমাদের দেশেই আমাদের উত্যক্ত করে তাদের মূল্য দিতে হবে।’ সিরিয়ায় ‘কতটা শক্তি প্রয়োগ করে সামরিক অভিযান চালানো হবে’ এ নিয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তার্কিস প্রেসিডেন্ট।
সূত্র: আল আরাবিয়া