Top

সৌদি আরবে ঈদ ৩১ জুলাই

২১ জুলাই, ২০২০ ৮:৪১ পূর্বাহ্ণ
সৌদি আরবে ঈদ ৩১ জুলাই

সৌদি আরবে কুরবানির ঈদ ৩১ জুলাই পালিত হবে। সোমবার (২০ জুলাই) দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে এবারের আরাফাত দিবস পালিত হবে ৩০ জুলাই বৃহস্পতিবার। আর কুরবানির ঈদ পালিত হবে ৩১ জুলাই শুক্রবার। খবর আরব নিউজ, গালফ নিউজ ও খালিজ টাইমসের।

পাশাপাশি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি সোমবার কোথাও চাঁদ দেখার খবর পায়নি। মঙ্গলবার সূর্যাস্তের পর পরিস্কার চাঁদ দেখা যাবে বলেই মনে করছে তারা। তার মানে ইসলামিক পঞ্জিকার ১২তম মাসটি শুরু হতে যাচ্ছে ২২ জুলাই বুধবার। সেদিন থেকে হজও শুরু হবে। এবার অবশ্য নির্বাচিত মাত্র ১০ হাজার জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন।

পাশপাশি ঈদের ছুটিও নির্ধারণ করেছে দেশটি। বেসরকারি খাতের চাকরিজীবিরা চারদিনের ছুটি পাবেন। যেটি শুরু হবে ৩০ জুলাই থেকে। শেষ হবে ২ আগস্ট। আর সরকারি চাকরিজীবিরা ছুটি পাবেন দুই সপ্তাহের। যেটি শুরু হবে ২৪ জুলাই শুক্রবার। শেষ হবে ৮ আগস্ট। ৯ আগস্ট থেকে কর্মক্ষেত্রে যোগ দিবেন সরকারি চাকরিজীবিরা।

শেয়ার