রংপুর সিটি করপোরেশন নির্বাচনের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনে জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হোসনে আরা লুৎফা ডালিয়া। এ ছাড়ার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন সেচ্ছাসেবক লীগের রংপুর মহানগর সভাপতি আতাউজামান বাবু রংপুর মহানগর কোতয়ালী থানার আওয়ামীলীগের সহ-সভাপতি লতিফুর রহমান মিলন।
মঙ্গলবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সংবাদ সম্মেলনে জানান, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১০ জন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ৬৯ জন ও ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৯৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বলেন তিনি বলেন, রংপুর সিটি করপোরেশনের নির্বাচন হবে অবাধ, স্বচ্ছ ও নিরেপেক্ষ । নির্বাচন গ্রহণযোগ্য করতে যা যা দরকার আমরা তাই করবো। রংপুর সিটি করপোরেশনের নির্বাচন ইভিএম এর মাধ্যমে অনুষ্টিত হবে জানিয়ে তিনি, মেয়রসহ সকল প্রার্থীকে নির্বাচনের আচরনবিধি মেনে চালার আহবান জানান।
সকাল থেকে নগরীর কাচারিবাজার এলাকায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে ছিল উৎসবমুখর পরিবেশ। পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে প্রার্থীরা শান্তিপূর্ণ ভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়াও মেয়র পদে মনোনয়ন পত্র জামা দিয়েছেন জাসদের (ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল, জাকের পার্টির খোরশেদ আলম, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেদী হাসান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান দুপুর সোয়া ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। দল থেকে বহিষ্কৃত জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুর রউফ মানিককে নিয়েও ব্যাপক আলোচনা ছিল। তাঁর পক্ষে মনোনয়নপত্র কেনাও হয়েছিল, তবে শেষ পর্যন্ত তিনি তা জমা দেননি।
বেলা দুইটায় আওয়ামী লীগের প্রার্থী ও রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য হোসনে আরা লুৎফা মনোনয়নপত্র জমা দেন। ৩৩টি ওয়ার্ড নিয়ে ২০১২ সালের ২৮ জুন রংপুর সিটি করপোরেশন গঠন করা হয়। এরপর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ওই বছরের ২০ ডিসেম্বর। এতে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু প্রথম মেয়র নির্বাচিত হন। ২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমান মেয়র নির্বাচিত হন। এ সময় ভোটার ছিলেন ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এবার ভোটার বেড়ে হয়েছে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন।
তৃতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৮ ডিসেম্বর তা প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ৯ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এ ছাড়া সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসির যুগ্ম সচিব নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক আবদুল বাতেনকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।