Top

ঢাবিতে গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ

০১ ডিসেম্বর, ২০২২ ১:১৫ অপরাহ্ণ
ঢাবিতে গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ
ঢাবি প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করেছে ঢাবি কর্তৃপক্ষ। বুধবার (৩০ নভেম্বর) ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিস্তারিত তথ্যও একই ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর অন্তর্ভুক্ত আর্টিক্যাল ২০ (১) (কে) এবং প্রথম সংবিধির সেকশন ৪৬ (২) (ডি) অনুযায়ী সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের প্রাথমিক ভোটার প্রকাশ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, কোন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের তথ্য ভোটার তালিকায় সঠিকভাবে না থাকলে বা বাদ গিয়ে থাকলে বা তালিকায় সন্নিবেশিত হওয়া উচিত নয় এমন কারো নাম তালিকায় সন্নিবেশিত হয়ে থাকলে তা সম্পর্কে আগামী ২৯ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে রেজিস্ট্রারের নিকট লিখিত আবেদন দাখিল করা যাবে।

একইসাথে সংশোধন অথবা সংযোজন তথ্য প্রেরণ করা যাবে [email protected] এই ঠিকানায়। চূড়ান্ত যাচাই-বাচাই শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত সকল আপত্তি বিবেচনা ও নিষ্পত্তিক্রমে চূড়ান্ত ভোটার তালিকা ওয়েব সাইটে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

এছাড়াও, যারা অন্তর্ভুক্তির পর এখনো সার্টিফিকেট জমা দেয়নি এবং অন্য বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দিয়েছেন তা বিধি বহির্ভূত জানিয়ে বলা হয়েছে, এ সংক্রান্ত সকল বিষয় দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি, আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে থাকলে সে সম্পর্কে সঠিক তথ্য অত্র অফিসকে জানানোর এবং প্রয়োজনবোধে প্রাথমিক ভোটার তালিকা ১২,০০০/- (বারো হাজার) টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।

শেয়ার