ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ মাঠে গড়াবার আগেই চোট পেয়েছেন তাসকিন আহমেদ। যে কারণে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না তিনি।
দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছেন তাসকিন। সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তার দল বিসিবি উত্তরাঞ্চল ৫০ ওভারের ফরম্যাটের শিরোপা জিতলেও প্রথম রাউন্ডের পর আর মাঠে নামতে পারেননি তিনি। ভারত সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলনেও থাকছেন না। এমনকি কাল প্রস্তুতি ম্যাচেও খেলেননি তাসকিন।
পিঠের চোটের কারণে গতকাল ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন তাসকিন। ৪ তারিখ প্রথম ওয়ানডের আগে ব্যথামুক্ত হবেন না বলেই জানা গেছে। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না তাসকিন। এমনকি গোটা ওয়ানডে সিরিজে তাকে পাওয়া নিয়েও আছে শঙ্কা।