ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওবায়দুর রহমান (৪০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনের সামনে নির্মাণাধীন ভবনের পাইলিং করার সময় শরীরের উপর পিলার পড়ে তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত নির্মাণশ্রমিক ওবায়দুর রহমানের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানায়। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনের সামনে নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করছিলেন তিনি। এসময় যন্ত্রাংশ দিয়ে পিলারের অবশিষ্টাংশ কাটার সময় পিলারের বড় একটা অংশ তার শরীরের উপর পড়ে। এতে গুরুত্বর আহত হন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে কুষ্টিয়া মেডিকেলে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে ২০২০ সালের ১৯শে অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মনিরুল ইসলাম (২৬) নামে এক শ্রমিক মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সি সহিদ উদ্দীন মো. তারেক বলেন, বিষয়টি জেনেছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সেখানে শতভাগ সেফটির ব্যবস্থা থাকার পরও কীভাবে এমন হলো তা খোঁজখবর নেয়ার চেষ্টা করছি।