Top

সংযোগ সড়কের অভাবে শেরপুরে ২০ কোটি টাকার ব্রিজটি অকেজো

০৬ ডিসেম্বর, ২০২২ ২:১৪ অপরাহ্ণ
সংযোগ সড়কের অভাবে শেরপুরে ২০ কোটি টাকার ব্রিজটি অকেজো
শেরপুর প্রতিনিধি :

শেরপুর-শ্রীবরদী সড়কের লঙ্গরপাড়া এলাকার মৃগী নদীর ওপর প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত ব্রিজটি এক বছর আগে কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় জনসাধারণের কোন কাজে আসছেনা ।ফলে এখনো ঝুঁকি নিয়ে পাশের পুরনো ব্রিজ দিয়েই চলাচল করছে যানবাহন ও পথচারীরা।

জানা যায়, শেরপুরের আখের মাহমুদ বাজার থেকে লঙ্গরপাড়া হয়ে শ্রীবরদীর সড়কটির উন্নয়ন ও সম্প্রসারণ কাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। এতে ব্যয় হয়েছে ৮২ কোটি ৩৪ লাখ টাকা। এর দৈর্ঘ্য ১৪ দশমিক ৫০ কিলোমিটার। ওই সড়কের লঙ্গরপাড়া এলাকায় মৃগী নদীর ওপর প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ৯৪ দশমিক ২৭ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণ করা হয় গত বছর। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে শেরপুরের শ্রীবরদী, জামালপুরের বকশীগঞ্জ, কুড়িগ্রামের রৌমারী এবং রাজিবপুর থেকে ঢাকা-ময়মনসিংহগামী যানবাহন চলাচল করে। এই সড়ক ও ব্রিজের পুরো কাজ শেষ হয়েছে। কিন্তু সংযোগ সড়ক নির্মাণ হয়নি। ফলে জনসাধারণের কোন কাজে আসছে না ব্রিজটি।

স্থানীয়দের অভিযোগ, ভূমি অধিগ্রহণে ধীরগতি আর জমির মূল্য পরিশোধ না করায় এত দিন সংযোগ সড়ক নির্মাণের কাজ করা হয়নি। তাই প্রতিদিন ওই সড়কের ভাঙা ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন ও লোকজন। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় ফিরোজ আহমেদ জানান, ‘আগের সরু, ভাঙা রাস্তা ও ব্রিজ দিয়ে যানবাহন চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাই নতুন ব্রিজটিকে দ্রুত চালু করা প্রয়োজন।’

স্কুল শিক্ষক তহিজুল ইসলাম নীরব বলেন, ‘আমি লঙ্গরপাড়া বাজারের একটি স্কুলে চাকরি করি। প্রতিদিন এই রাস্তা দিয়েই যাতায়াত করি। অথচ কোটি কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ করে ফেলে রাখা হয়েছে। একটুখানি রাস্তার জন্য সেটি চালু হচ্ছে না। আমরা দ্রুত একটি সংযোগ সড়ক নির্মাণ করে ব্রিজটি চালু করার দাবি জানাচ্ছি।’

অটোরিকশাচালক আবুল কালাম বলেন, ‘এই রাস্তা দিয়ে চলাচল করলে গাড়ি মাঝেমধ্যেই নষ্ট হয়। খুব ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। যাত্রীদেরও কষ্ট হয়।’

শিক্ষার্থী নয়ন মিয়া বলেন, ‘প্রতিদিনই ভাঙা রাস্তায় ভ্যানগাড়ি দিয়ে স্কুলে যাই। প্রতিদিন যাতায়াত করতে হয়। খুব ভয় লাগে। অল্প একটু রাস্তা। এটুক হলেই নতুন ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারতাম।’ একই কথা বলে শিক্ষার্থী আশামনি, সোহেল মিয়াসহ অনেকেই।

এ ব্যাপারে শেরপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ‘ইতিমধ্যে ওই ব্রিজ এলাকায় জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা শেষ হয়েছে। জমি অধিগ্রহণের জন্য আট কোটি ৮২ লাখ ৯৬ হাজার টাকা জেলা প্রশাসনকে বুঝিয়ে দেওয়ায় তারা জমি অধিগ্রহণ করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। আশা করছি, শিগগিরই ব্রিজের সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু হবে।’

শেয়ার