অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযানকালে ইসরায়েলি বাহিনী আরও তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে। প্রায় মাসব্যাপী ইসরায়েলি অভিযানে এটাই সর্বশেষ হত্যার ঘটনা। এছাড়া আহত হয়েছেন আরও দুই জন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করেছে। নিহতরা হলেন- সিকদি জাকারনেহ (২৯), আত্তা শালাবি (৪৬) এবং তারেক আল-দামাজ (২৯)।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে তাদের নিহত হওয়ার ঘোষণা দেয়।
মন্ত্রণালয় জানায়, সিকদি জাকারনেহ ও তারেক আল-দামাজ জেনিন শরণার্থী শিবির এবং আত্তা শালাবি জেনিনের দক্ষিণ উপকণ্ঠের কাবাত্যা শহরের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সাংবাদিকরা আল জাজিরাকে জানিয়েছেন, অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও দুই ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এই ঘটনায় শোক পালনের জন্য জেনিন গভর্নরেটজুড়ে স্কুল, ব্যবসায় প্রতিষ্ঠান এবং দোকান-পাট বন্ধসহ সাধারণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
এর আগে গত ২৯ নভেম্বর ইসরায়েলি বাহিনীর অভিযানে গুলিতে দুই ভাইসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা ঘটে।