Top

শেরপুরে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান

০৯ ডিসেম্বর, ২০২২ ৬:২০ অপরাহ্ণ
শেরপুরে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান
শেরপুর প্রতিনিধি :

‘সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন যৌথভাবে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক মো. লুৎফল কবীর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুকতাদিরুল আহমেদ, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, শেরপুর প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) সাবিহা জামান শাপলা, নারী নেত্রী আইরিন পারভীন, ব্র্যাক প্রতিনিধি ফারহানা মিল্কি।

আলোচনা শেষে জেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা নারীদের পাঁচটি ক্যাটাগরিতে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন, মোছা. ফারজানা ববি, রেনিতা নকরেক, বশরাফুন্নিসা মুসলিমা, দিলশঅত জাহান ডালিয়া ও সোহাগী আক্তার।

উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা পাঁচ নারী জয়ীতারা হলো, শারমিন রিমা, মঞ্জুয়ারা বেগম, রেশমা বেগম, দিলশাত জাহান ডালিয়া ও সোহাগী আক্তার।

এসময় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার