Top
সর্বশেষ
হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, আহত ২

১৯ ডিসেম্বর, ২০২২ ৭:১১ অপরাহ্ণ
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, আহত ২
আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত দুইজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার (১৯ ডিসেম্বর) এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভের সামরিক প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি দল জানিয়েছে, সোমবার ভোরে কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো সুবিধাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, প্রযুক্তিবিদরা বিদ্যুৎ এবং তাপ সরবরাহ স্থিতিশীল করার জন্য কাজ করছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে এদিন সকালে, ইউক্রেনীয় এয়ার ডিফেন্স নয়টি রুশ ড্রোন ভূপাতিত করেছে।

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহর শুক্রবার রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় আঘাত হানার পর এটি আরেকটি বড় হামলা। এতে অনেক মানুষকে বিদ্যুৎ ও তাপ ছাড়াই থাকতে হচ্ছে।

শেয়ার