Top

পবিপ্রবি’র শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ, আহত ১০

২২ ডিসেম্বর, ২০২২ ১০:২৪ পূর্বাহ্ণ
পবিপ্রবি’র শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ, আহত ১০
পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন বিষয়ে বহিরাগতদের হস্তক্ষেপকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

জানা যায়, গতকাল নব নির্বাচিত কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটির জন্য আয়োজিত আনন্দ মিছিলে বহিরাগতদের অবৈধ হস্তক্ষেপে এ বিবাদের সূত্রপাত ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে আজ সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করে। অবস্থা বেগতিক দেখে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি শৃঙ্খলা আনয়নের চেষ্টা করে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটকে দু-গ্রুপ মুখোমুখি হয়।

সেখানে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু উভয় পক্ষকে মীমাংসার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেন। তবে এক পর্যায়ে উভয় পক্ষের বাগবিতণ্ডা হাতাহাতিতে রুপান্তর হয়। পরে এক পক্ষ অপর পক্ষের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি মোকাবেলায় পরবর্তীতে ক্যাম্পাস ছাত্রলীগ ও পুলিশ হস্তক্ষেপ করলে ক্যাম্পাস পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কৃষি অনুষদের সোহেল রানা, ব্যবসায় প্রশাসন অনুষদের জাহিদ হাসান, কৃষি অনুষদের সানিউল ইসলাম, কৃষি অনুষদের জয়, কৃষি অনুষদের রাফসান অন্যতম। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসের ভেতরে ও বাহিরে দুই গ্রুপ অবস্থান করছে।

 

শেয়ার