Top
সর্বশেষ

মাগুরায় বেআইনীভাবে মাটি কাটায় ব্যাবসায়ীকে জরিমানা

০৫ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৫২ অপরাহ্ণ
মাগুরায় বেআইনীভাবে মাটি কাটায় ব্যাবসায়ীকে জরিমানা
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার শালিখা উপজেলার ছয়ঘরিয়া এলাকার কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগে মহিউদ্দিন সর্দার নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান। মহিউদ্দিন উপজেলার শতখালি গ্রামের হারুন সর্দারে ছেলে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে তাকে ভ্রাম্যমান আদালত ১লাখ টাকা জরিমানা করে।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান জানান, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ সকালে এক গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পৌঁছে বাস্তব প্রমাণ পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধের সাথে জড়িত না হওয়ার জন্য সাবধান করে দেয়া হয়। এছাড়া ইতিপূর্বে তার নামে সরকারি খালের পাড়সহ রাস্তার মাটি কাটার অভিযোগের সত্যতা পাওয়া যায়।

শেয়ার