Top

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

২৮ নভেম্বর, ২০২৪ ১২:০৯ অপরাহ্ণ
গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করছেন মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তিন মাসের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে বিক্ষুব্ধরা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। কারখানা কর্তৃপক্ষ প্রায় দুই মাস যাবৎ বকেয়া পাওনাদি পরিশোধের আশ্বাস দিয়ে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে আসছে।

শ্রমিকরা বলেন, ‘তিন মাসের বেতন বকেয়া থাকায় বাসাভাড়া, দোকান বকেয়া দিতে পারছি না। দোকানবাকি না দেওয়ায় এখন আর বাকি দিতে চান না দোকানিরা। ছেলে-মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন না দিতে পারায় অনেক শ্রমিকের স্কুল-কলেজপড়ুয়া সন্তানরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এতে ওইসব শিক্ষার্থীদের এক বছর পেছনে পড়তে হয়েছে।’

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য বোঝানো হচ্ছে।

এনজে

শেয়ার