Top

মাগুরায় করোনার টিকা প্রদানের প্রস্তুতি সম্পন্ন

০৬ ফেব্রুয়ারি, ২০২১ ১:৩৫ অপরাহ্ণ
মাগুরায় করোনার টিকা প্রদানের প্রস্তুতি সম্পন্ন
মাগুরা প্রতিনিধি :

মাগুরায় করোনা ভাইরাস প্রতিরোধক টিকাদানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল রোববার থেকে টিকাদান কর্মসুচি শুরু হবে।

মাগুরা জেলায় প্রথম পর্যায়ে ২৪ হাজার লোককে এই কর্মসূচির আওতায় টিকা প্রদান করা হবে। এজন্য স্বাস্থ্য বিভাগ মাগুরায় ১১ টি টিকাদান কেন্দ্র স্থাপন করেছে।

আগামী ৭ ফেব্রুয়ারী থেকে সারাদেশের ন্যায় মাগুরাতেও টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। এ ব্যাপারে মাগুরা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, কোভিড -১৯ ভ্যাকসিন টিকাদান কার্যক্রমের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মাগুরা জেলায় আগামী ৭ ফেব্রুয়ারী জেলা সদরের বিভিন্ন স্থানের মধ্যে মাগুরা সদর হাসপাতালে ৮ টি বুথ, সিভিল সার্জন অফিসে ২ টি বুথ ও মাগুরা পুলিশ লাইন্স এ ১ টি বুথ সহ মোট ১১ টি বুথে এই টিকা প্রদান করা হবে।

মাগুরা জেলার বিভিন্ন স্থানের ২২ জন স্বাস্থ্য কর্মী ও ৪৪ জন স্বেচ্ছাসেবক এই প্রশিক্ষণে অংশ গ্রহন করছেন। ইতিমধ্যে কোভিড -১৯ প্রতিরোধক টিকা গ্রহণে ইচ্ছুক ব্যাক্তিদের নাম রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

শেয়ার