Top
সর্বশেষ

কুড়িগ্রামে করোনা ভ্যাকসিন প্রয়োগের উদ্বোধন

০৭ ফেব্রুয়ারি, ২০২১ ৪:০১ অপরাহ্ণ
কুড়িগ্রামে করোনা ভ্যাকসিন প্রয়োগের উদ্বোধন
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ জেলার ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন প্রয়োগের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এমএ মতিন এবং জেনারেল হাসপাতালে সিভিল সার্জন হাবিবুর রহমানের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাতারা, হাসপাতালের তত্বাবধায়ক ডা: মো: নবিউর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলামসহ অন্যান্যরা।

সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, জেলায় এখন পর্যন্ত সাড়ে ৩হাজার মানুষ রেজিস্ট্রেশনের আওতায় এসেছে। প্রথম পর্যায়ে আগামি ১২ দিনের মধ্যে ৩০হাজার ব্যক্তিকে টিকা প্রদান করা হবে। জেলায় ৬০ হাজার টিকা মজুদ রয়েছে।

শেয়ার