Top

ভোমরায় অর্ধবছরে রাজস্ব ঘাটতি ৫০ শতাংশ

০৮ জানুয়ারি, ২০২৩ ১২:১৯ অপরাহ্ণ
ভোমরায় অর্ধবছরে রাজস্ব ঘাটতি ৫০ শতাংশ
নিজস্ব প্রতিবেদক :

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ৫৩১ কোটি ১ লাখ টাকা। কিন্তু অর্ধবছর জুড়ে রাজস্ব আদায় হয়েছে মাত্র ২৭৭ কোটি ৩৯ লাখ টাকা। ফলে নতুন অর্থবছরের প্রথম ৬ মাসে ২৫৩ কোটি ৬২ লাখ টাকা রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে। যা লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৫০ শতাংশ কম।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা যায়, এনবিআর থেকে নির্ধারিত চলতি অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫৩১ কোটি ১ লাখ টাকা নির্ধারণ করা হলেও তা আদায় করা সম্ভব হয়নি। গত বছরের জুলাইয়ে ৬৬ কোটি ১৫ লাখ, আগস্টে ৮৪ কোটি ৪১ লাখ, সেপ্টেম্বরে ৯৬ কোটি ৬৯ লাখ, অক্টোবরে ১০০ কোটি ৮৮ লাখ, নভেম্বরে ৯৮ কোটি ৫৬ লাখ ও ডিসেম্বরে ৮৪ কোটি ১২ লাখ টাকা রাজস্ব এসেছে।

ওই লক্ষ্যমাত্রা অনুযায়ী গত ছয় মাসে রাজস্ব আদায় হয়েছে ২৭৭ কোটি ৩৯ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৪৪ কোটি ৭৪ লাখ, আগস্টে ৫৫ কোটি ২ লাখ, সেপ্টেম্বরে ৫৪ কোটি ৬০ লাখ, অক্টোবরে ৪০ কোটি ৯৫ লাখ, নভেম্বরে ৪২ কোটি ৮ লাখ ও ডিসেম্বরে ৩৯ কোটি ৯১ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার তুলনায় ২৫৩ কোটি ৬২ লাখ টাকা ঘাটতি। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের মধ্যে এ বন্দরে লক্ষ্যমাত্রার তুলনায় সবচেয়ে কম রাজস্ব আয় হয়েছে অক্টোবরে। ওই মাসে লক্ষ্যমাত্রার তুলনায় ৪০ দশমিক ৬০ শতাংশ রাজস্ব আয় হয়েছিল। এছাড়া নভেম্বরে ৪৩ দশমিক ৪৩ শতাংশ, ডিসেম্বরে ৪৭ দশমিক ৪৪ শতাংশ রাজস্ব আয় হয়েছে।

শেয়ার