Top

প্রবৃদ্ধি ১ শতাংশ কমিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা

১৫ জানুয়ারি, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
প্রবৃদ্ধি ১ শতাংশ কমিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :

চলতি অর্থবছরের (২০২২-২৩) পরবর্তী ছয় মাসের জন্য মোট প্রবৃদ্ধি এক শতাংশ কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশ এবং মুদ্রাস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের নেতৃত্বে দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের নিয়ে গঠিত কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট’ শীর্ষক সভায় ঘোষিত মুদ্রানীতিতে  এসব তথ্য জানানো হয়।

সভায় বলা হয়, দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দুইটি লক্ষ্য হলো মুদ্রা নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতের স্থিতিশীল বজায় রাখা৷ একটি আর্থিক বছরে দেশের লক্ষ্যমাত্রা অর্জনে কীভাবে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করা যায়, কীভাবে উন্নয়ন বৃদ্ধি করা যায়, বিনিয়োগ বাড়ানো যায় এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় সেসব বিষয় মাথায় রেখে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করে।

সভায় আরও জানানো হয়, নতুন মুদ্রানীতির মূল লক্ষ্য হলো- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা, অর্থনীতির সক্ষমতায় লেনদেনে সুদের হার ঠিক করা। তাছাড়া আর্থিক প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধি, দীর্ঘমেয়াদি ঋণ কমিয়ে আনা এবং করপোরেট সুশাসন নিশ্চিত করাই নতুন মুদ্রানীতির মূল লক্ষ্য।

২০০৬ সাল থেকে বাংলাদেশে বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করা হতো। মাঝে কোভিডের কারণে একবার করে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। তবে এবার থেকে পুনরায় বছরে দুইবার করে মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।

শেয়ার